ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আলম হত্যার রহস্য উন্মোচন, একমাত্র ছেলের হাতে বাবার মৃত্যু: পিবিআই

তন্ময় আহমেদ । ব্রাহ্মণবাড়িয়া
  • প্রকাশঃ ০৭:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • / 9

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে ব্যবসায়ী হাজী আলম মিয়াকে খুন করেছে তাঁর একমাত্র ছেলে ফাহাদ হাসান। গত ৩ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে এসএস পাইপ দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফান্দাউক এলাকায় পিবিআইয়ের একটি দল ফাহাদ হাসানকে তাঁর দোকান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে ফাহাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার দায় স্বীকার করে।

ফাহাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির পুকুর থেকে প্রায় তিন ফুট লম্বা হত্যায় ব্যবহৃত এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন।

এলাকার স্থানীয় বাসিন্দা জাহের উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আমরা আতঙ্কে ছিলাম। এখন খুনির স্বীকারোক্তির পর কিছুটা স্বস্তি পেয়েছি। আমরা এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

আলম হত্যার রহস্য উন্মোচন, একমাত্র ছেলের হাতে বাবার মৃত্যু: পিবিআই

প্রকাশঃ ০৭:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্রামে ব্যবসায়ী হাজী আলম মিয়াকে খুন করেছে তাঁর একমাত্র ছেলে ফাহাদ হাসান। গত ৩ সেপ্টেম্বর রাতে নিজ বাড়িতে এসএস পাইপ দিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে ফান্দাউক এলাকায় পিবিআইয়ের একটি দল ফাহাদ হাসানকে তাঁর দোকান থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরবর্তীতে ফাহাদ প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার দায় স্বীকার করে।

ফাহাদের স্বীকারোক্তি অনুযায়ী বৃহস্পতিবার সকালে তাঁর বাড়ির পুকুর থেকে প্রায় তিন ফুট লম্বা হত্যায় ব্যবহৃত এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ পরিদর্শক মোহাম্মদ জালাল উদ্দিন।

এলাকার স্থানীয় বাসিন্দা জাহের উদ্দিন বলেন, ঘটনার পর থেকে আমরা আতঙ্কে ছিলাম। এখন খুনির স্বীকারোক্তির পর কিছুটা স্বস্তি পেয়েছি। আমরা এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি, যেন ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”