ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে ছাত্র-ছাত্রীদের বিজয় মিছিল ও আলোচনা সভা

মিফতাহুল ইসলাম মাহিম। সরকারি বাকেরগঞ্জ কলেজ প্রতিনিধি
  • প্রকাশঃ ০৭:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
  • / 1

ছবি: সংগৃহীত

স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে আজ বিকেলে বাকেরগঞ্জে সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত হয় বিজয় মিছিল ও আলোচনা সভা।

সকাল ১১টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। স্লোগানে স্লোগানে মুখর ছিল চারদিক। শিক্ষার্থীদের হাতে ছিল নানা রকম ব্যানার ও প্ল্যাকার্ড, যার প্রতিটি লাইনেই ফুটে উঠেছে গণতন্ত্র ও স্বাধীনতার প্রত্যয়।

মিছিল শেষে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, যা আজকের প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এই আন্দোলন আমাদের শেখায়—সংগ্রাম ছাড়া অধিকার আদায় হয় না।

আয়োজকরা জানান, এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী চেতনায় উজ্জীবিত করার একটি প্রয়াস।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ ও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা। শিক্ষার্থীদের এমন সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা দেখে স্থানীয় এলাকাবাসীও অনুষ্ঠানকে সাধুবাদ জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

বাকেরগঞ্জে স্বৈরাচার পতনের বর্ষপূর্তিতে ছাত্র-ছাত্রীদের বিজয় মিছিল ও আলোচনা সভা

প্রকাশঃ ০৭:৪৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫

স্বৈরাচার পতনের এক বছর পূর্তি উপলক্ষে আজ বিকেলে বাকেরগঞ্জে সর্বস্তরের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে আয়োজিত হয় বিজয় মিছিল ও আলোচনা সভা।

সকাল ১১টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। স্লোগানে স্লোগানে মুখর ছিল চারদিক। শিক্ষার্থীদের হাতে ছিল নানা রকম ব্যানার ও প্ল্যাকার্ড, যার প্রতিটি লাইনেই ফুটে উঠেছে গণতন্ত্র ও স্বাধীনতার প্রত্যয়।

মিছিল শেষে উপজেলা চত্বরে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন ছিল গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, যা আজকের প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এই আন্দোলন আমাদের শেখায়—সংগ্রাম ছাড়া অধিকার আদায় হয় না।

আয়োজকরা জানান, এই আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে স্বৈরাচারবিরোধী চেতনায় উজ্জীবিত করার একটি প্রয়াস।

পুরো অনুষ্ঠান জুড়ে ছিল সুশৃঙ্খল পরিবেশ ও যথাযথ নিরাপত্তার ব্যবস্থা। শিক্ষার্থীদের এমন সচেতন এবং দায়িত্বশীল ভূমিকা দেখে স্থানীয় এলাকাবাসীও অনুষ্ঠানকে সাধুবাদ জানান।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”