উপাচার্যের লিখিত আশ্বাসে ২৫ ঘণ্টা পর অনশন ভাঙল ববি শিক্ষার্থীরা

- প্রকাশঃ ০৮:৪২:০৪ পূর্বাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / 2
অনশন ভাঙাচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ২৫ ঘণ্টাব্যাপী অনশন অবশেষে ভাঙল। উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলমের লিখিত আশ্বাসের ভিত্তিতেই শিক্ষার্থীরা এই কর্মসূচি স্থগিত করেন। আশ্বাস দেওয়ার পর তিনি নিজ হাতে অনশনরত শিক্ষার্থীদের জুস পান করান এবং তাঁদের বুকে জড়িয়ে ধরেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপাচার্য লিখিতভাবে জানান, আগামী ১৫ দিনের মধ্যে শিক্ষার্থীদের চার দফা দাবি বাস্তবায়ন করা হবে। আশ্বাস হাতে পেয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাসে ফেটে পড়েন।
শিক্ষার্থীদের দাবির ভিত্তিতে বিশ্ববিদ্যালয় উন্নয়নের জন্য যে রোডম্যাপ তৈরি করা হয়েছে তা হলো—
পিডি নিয়োগ: পিডি নিয়োগের পর আগামী ছয় মাসের মধ্যে ফিজিবিলিটি স্টাডির কাজ শেষ করা হবে।
বাস বৃদ্ধি: আগামী মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের বিভিন্ন রুটে সিট সংকট নিরূপণ করে বাসের সংখ্যা বাড়ানো হবে।
অ্যাম্বুলেন্স ক্রয়: আরেকটি অ্যাম্বুলেন্স কেনার জন্য প্রয়োজনীয় ছাড়পত্র পেতে আগামী রবিবার মন্ত্রণালয়ে একটি বিশেষ আবেদনপত্র দাখিল করা হবে।
জমির পুনঃমূল্যায়ন: আগামী ১৫ কার্যদিবসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় জমির পুনঃমূল্যায়ন সম্পন্ন করা হবে।