দেবীগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস: কৃষি, পুষ্টি ও উদ্যোক্তা বিকাশে নতুন দিগন্ত

- প্রকাশঃ ০৫:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
- / 10
পঞ্চগড়ের দেবীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৫’। সোমবার (২১ জুলাই) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কংগ্রেসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রেপ্রেনিউরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় খামারবাড়ির কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আব্দুল মতিন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্টনার ফিল্ড স্কুল প্রকল্পের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ুন কবীর ও উপজেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার বর্মণ।
কংগ্রেসের শুরুতে স্বাগত বক্তব্যে দেবীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাঈম মোর্শেদ বলেন, “কৃষির টেকসই উন্নয়নের জন্য শুধু প্রযুক্তি বা প্রশিক্ষণই নয়, দরকার মাঠভিত্তিক বাস্তবভিত্তিক শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়। সেই লক্ষ্যে কাজ করছে পার্টনার ফিল্ড স্কুল, যা কৃষকের পাশাপাশি পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন এবং দুর্যোগ সহনশীলতা তৈরিতেও একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখছে।”
আয়োজক সূত্রে জানা যায়, এবারের কংগ্রেসে অংশগ্রহণ করেন মোট ১০০ জন প্রতিনিধি। এর মধ্যে ৭০ জন কৃষক এবং বাকি ৩০ জন জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও কর্মী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।