প্রেমের টানে চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াং তাও, মুসলিম রীতিতে বিয়ে করবেন সুরমাকে
- প্রকাশঃ ০৯:১৩:২০ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / 19
প্রেম কোনো সীমানা মানে না—এমনই এক ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন চীনের হুনান প্রদেশের যুবক ওয়াং তাও ও ব্রাহ্মণবাড়িয়ার তরুণী সুরমা আক্তার। অনলাইন অ্যাপের মাধ্যমে শুরু হওয়া তাদের পরিচয় রূপ নিচ্ছে দাম্পত্য জীবনে। সুদূর চীন থেকে প্রেমিকার টানে বাংলাদেশে ছুটে এসেছেন ওয়াং তাও।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কোনাপাড়া গ্রামের তাহের মিয়ার মেয়ে সুরমা আক্তার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। ওয়াং তাওয়ের বাড়ি চীনের হুনান প্রদেশে; তিনি ওয়াং ইচাং চাওয়ের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, আগামী রোববার (২ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতিতে নোটারি পাবলিকের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হবে।
গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াং তাও পৌঁছালে সুরমার স্বজনরা তাকে স্বাগত জানান এবং সোজা নিয়ে আসেন নাসিরনগরের গ্রামে। এরপর থেকেই গ্রামজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ—চীনা এই যুবককে দেখতে ভিড় করছেন কৌতূহলী মানুষজন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দেড় মাস আগে ‘ওয়াল টক’ নামের একটি অনলাইন অ্যাপে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে। দুই পরিবারের সম্মতি নিয়েই ওয়াং তাও বাংলাদেশে আসেন।
সুরমার দাদি হালিমা আক্তার বলেন,
আমার নাতনির ভালোবাসায় মুগ্ধ হয়ে সে চীন থেকে চলে এসেছে। এখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম রীতিতে বিয়ে করবে। আমরা সবাই খুব খুশি।
নাসিরনগর থানার উপপরিদর্শক (এসআই) ও কুন্ডা ইউনিয়নের বিট অফিসার মো. জাহান-ই-আলম বলেন,
চীনা নাগরিক নাসিরনগরে আসার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পাসপোর্ট যাচাই করে নিশ্চিত হই তিনি চীনের নাগরিক। আগামীকাল আদালতে তাদের বিয়ে হবে বলে শুনেছি।
কুন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন ভূঁইয়া জানান,
একজন চীনা নাগরিক আমাদের এলাকায় আসার খবর পেয়ে আমি বিষয়টি খোঁজ নিয়েছি। তাঁকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে।
প্রেমের টানে সীমান্ত পেরিয়ে এই আগমন এখন নাসিরনগরে আলোচনার কেন্দ্রবিন্দু। দুই পরিবারের সম্মতিতে সম্পন্ন হতে যাচ্ছে এক আন্তর্জাতীয় ভালোবাসার গল্পের সুখী পরিণতি।’



























