ঢাকা ০৬:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ক্যামেরার লেন্সে স্বপ্ন বুনছে শ্রাবণ

ইশতিয়াক আহমেদ শ্রাবণ। ২০১৯ সালে একটি অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে তার ফটোগ্রাফির যাত্রা শুরু। তখনো ভালো করে জানতেন না, একটি ছবি কতটা শক্তিশালী হতে পারে। করোনাকালে ঘরবন্দি জীবনে ছবিই হয়ে ওঠে তার নেশা। ধীরে ধীরে দেশের বিভিন্ন অনলাইন ফটোগ্রাফি গ্রুপে যুক্ত হন, পরিচিত হন স্বনামধন্য আলোকচিত্রীদের সঙ্গে, আর সেখান থেকেই জন্ম নেয় নতুন স্বপ্ন।

ছবি: ইশতিয়াক আহমেদ শ্রাবণ


ইশতিয়াকের ভাষায়, “যা মুখে বলা যায় না, তা ছবির মাধ্যমে বলা সম্ভব। শক্তিশালী একটি ছবি কখনো শব্দের চেয়ে বেশি প্রভাব ফেলে, মানুষের আবেগ স্পর্শ করে, এমনকি সামাজিক পরিবর্তনের কথাও বলে।” ছবি তুলে গল্প বলার এই ক্ষমতাই তাকে সবচেয়ে বেশি টানে।

একেকটি মুখচ্ছবি হাজারো গল্পের বাহক ছবি: ইশতিয়াক আহমেদ শ্রাবণ