জামালগঞ্জে বজ্রপাতে বর্গাচাষীর মৃত্য

- প্রকাশঃ ০২:১৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
- / 21
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বজ্রপাতে মানকি মিয়া (৩৫) নামের এক বর্গা চাষীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১ টা ২০ মিনিটে ফেনারবাক ইউনয়িনের পাকনার হাওরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রামের পাশে অবস্থতি অন্যরে জমির্বগা নেওয়া জমিতে ধান কাটতে গেলে ঝড়-বৃষ্টির কবলে পড়ে এসময় বজ্রপাতে তিনি নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রামের নিজ বাড়ীতে নিয়ে আসনে।
নিহত মানিক মিয়া ফেনারবাক ইউনয়িনের লক্ষীপুর নতুন হাটি গ্রামরে মৃত হোসনে আলীর ছেলে। তার দুই ছেলে ও এক মেয়ে।
এ ব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মো: সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনার স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। ধারনা করা হচ্ছে বজ্রপাতরে আঘাতে আতঙ্ক হয়ে তার মৃত্যু হয়েছে। তিনি আরো বলনে, তার সাথে থাকা ৯ বছররে একটি শশিু সন্তান ছিল। সে সুস্থ আছে।
সুনামগঞ্জ প্রতিনিধি: তুর্য দাস