ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে কুমিরের আক্রমণে বনজীবী সুভ্রত মণ্ডলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশঃ ১২:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / 34

সুন্দরবনের করমজল খালে কাঁকড়া শিকারের সময় বিশাল কুমিরের মুখে প্রাণ হারালেন অভিজ্ঞ বনজীবী সুব্রত মণ্ডল। পাঁচ সদস্যের শিকার দলসহ সকালে নদী পার হওয়ার সময় ঘটনাটি ঘটেছে | ছবি: প্রজন্ম কথা


সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণে সুভ্রত মণ্ডল (৩২) নামের এক বনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। রাত ১১টার দিকে স্থানীয়রা এবং বন বিভাগের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুন্দরবনে জলদস্যু নিপাতকরণে বিশেষ অবদান রাখা সাংবাদিক মোহসীন উল হাকিম সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “সুভ্রত মণ্ডল কাঁকড়া ধরে ফিরছিলেন। করমজল খাল পার হওয়ার সময় একটি বিশাল কুমির তাকে কামড়ে ধরে টানতে শুরু করে। সহযাত্রীরা প্রায় তিন মিনিট চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। কুমিরটি সুব্রতকে পানির নিচে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর ভেসে ওঠে। বনকর্মী ও স্থানীয়দের সঙ্গে ট্রলার আসার পরও তার জীবন রক্ষা সম্ভব হয়নি।”

ঘটনাস্থলে উপস্থিত সুভ্রতের সহকর্মী জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস জানান, “সুভ্রত দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। তিনি অত্যন্ত পরিশ্রমী ও সতর্ক মানুষ ছিলেন।”

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুভ্রত ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পাস সংগ্রহের পর সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে করমজল খাল পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেন।

সুভ্রত মণ্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। মৃত্যুর খবরে তার পরিবার ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”

শেয়ার করুন

সুন্দরবনে কুমিরের আক্রমণে বনজীবী সুভ্রত মণ্ডলের মৃত্যু

প্রকাশঃ ১২:১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫

সুন্দরবনের করমজল খালে কাঁকড়া শিকারের সময় বিশাল কুমিরের মুখে প্রাণ হারালেন অভিজ্ঞ বনজীবী সুব্রত মণ্ডল। পাঁচ সদস্যের শিকার দলসহ সকালে নদী পার হওয়ার সময় ঘটনাটি ঘটেছে | ছবি: প্রজন্ম কথা


সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল খালে কুমিরের আক্রমণে সুভ্রত মণ্ডল (৩২) নামের এক বনজীবী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। রাত ১১টার দিকে স্থানীয়রা এবং বন বিভাগের সহযোগিতায় তার মরদেহ উদ্ধার করা হয়।

সুন্দরবনে জলদস্যু নিপাতকরণে বিশেষ অবদান রাখা সাংবাদিক মোহসীন উল হাকিম সামাজিক যোগাযোগমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, “সুভ্রত মণ্ডল কাঁকড়া ধরে ফিরছিলেন। করমজল খাল পার হওয়ার সময় একটি বিশাল কুমির তাকে কামড়ে ধরে টানতে শুরু করে। সহযাত্রীরা প্রায় তিন মিনিট চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। কুমিরটি সুব্রতকে পানির নিচে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর ভেসে ওঠে। বনকর্মী ও স্থানীয়দের সঙ্গে ট্রলার আসার পরও তার জীবন রক্ষা সম্ভব হয়নি।”

ঘটনাস্থলে উপস্থিত সুভ্রতের সহকর্মী জুয়েল সরদার, জয় সরকার ও স্বপন বিশ্বাস জানান, “সুভ্রত দীর্ঘদিন ধরে সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন। তিনি অত্যন্ত পরিশ্রমী ও সতর্ক মানুষ ছিলেন।”

স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সুভ্রত ঢাংমারী স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পাস সংগ্রহের পর সুন্দরবনে প্রবেশ করেন। ফেরার পথে বেলা সাড়ে তিনটার দিকে করমজল খাল পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর বন বিভাগের কর্মকর্তা এবং স্থানীয়রা খালে তল্লাশি চালিয়ে মরদেহ উদ্ধার করেন।

সুভ্রত মণ্ডল খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী এলাকার কুমুদ মণ্ডলের ছেলে। তিনি পরিবারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। মৃত্যুর খবরে তার পরিবার ও গ্রামের মানুষদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন- “প্রজন্ম কথা”