ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে অর্থনীতি অলিম্পিয়াড ২০২৫ -এর রেজিস্ট্রেশন বুথ

  • প্রকাশঃ ০২:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫
  • / 46

 

বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড ২০২৫ এর জন্য নিবন্ধন চলছে, আর এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি টুকিটাকি চত্বরে অবস্থিত রেজিস্ট্রেশন বুথে গিয়ে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন।

অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ১৭ই মে ২০২৫, আর মে মাসের শেষ দিকে ঢাকা ও চট্টগ্রামে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় গুরুত্ব পাবে অর্থনীতি, আর্থিক সচেতনতা এবং ব্যবসায়িক সমস্যা সমাধান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্ব পর্যন্ত অংশ নিতে পারলেও, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে আন্তর্জাতিক পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ। বাংলাদেশ দলের সদস্যরা আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে।

এই অলিম্পিয়াডে অংশগ্রহণ একদম ফ্রি। নিবন্ধনের শেষ সময় ১৬ই মে ২০২৫।নিবন্ধন লিংক: [https://forms.gle/Mo4RuYNUeRjMTxQp9](https://forms.gle/Mo4RuYNUeRjMTxQp9)
প্রতিযোগিতার ধাপসমূহ: ১. অনলাইন বাছাইপর্ব (MCQ) ২. জাতীয় পর্ব (MCQ ও তত্ত্বীয়) ৩. ক্যাম্প (MCQ, তত্ত্বীয়, এবং ব্যবসায়িক সমস্যা সমাধান)
ক্যাম্প থেকে শীর্ষ ৫ জন অংশ নেবে আন্তর্জাতিক পর্বে। বাকি প্রতিযোগীরাও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পাবে।
তৈরি হতে ভিজিট করুন: [https://ieo-official.org/prepare](https://ieo-official.org/prepare) [https://drive.google.com/…/1GSahFRgz1FkT4ikzu96szNMgNQa](https://drive.google.com/…/1GSahFRgz1FkT4ikzu96szNMgNQa)…

আর কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: info.bdeo@gmail.com অথবা বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের অফিসিয়াল ফেসবুক পেজে।
রাবিতে টুকিটাকি চত্বরে বসানো হয়েছে নিবন্ধন সহায়তা বুথ। এখনই চলে আসুন, জেনে নিন বিস্তারিত, আর অংশ নিন বাংলাদেশের অর্থনীতিতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার এই অসাধারণ যাত্রায়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা

শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে অর্থনীতি অলিম্পিয়াড ২০২৫ -এর রেজিস্ট্রেশন বুথ

প্রকাশঃ ০২:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫

 

বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড ২০২৫ এর জন্য নিবন্ধন চলছে, আর এই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতার অংশ হতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরাসরি টুকিটাকি চত্বরে অবস্থিত রেজিস্ট্রেশন বুথে গিয়ে সহজেই রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারছেন।

অনলাইন বাছাইপর্ব অনুষ্ঠিত হবে ১৭ই মে ২০২৫, আর মে মাসের শেষ দিকে ঢাকা ও চট্টগ্রামে জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই প্রতিযোগিতায় গুরুত্ব পাবে অর্থনীতি, আর্থিক সচেতনতা এবং ব্যবসায়িক সমস্যা সমাধান।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় পর্ব পর্যন্ত অংশ নিতে পারলেও, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য রয়েছে আন্তর্জাতিক পর্বে যাওয়ার সুবর্ণ সুযোগ। বাংলাদেশ দলের সদস্যরা আজারবাইজানে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করবে।

এই অলিম্পিয়াডে অংশগ্রহণ একদম ফ্রি। নিবন্ধনের শেষ সময় ১৬ই মে ২০২৫।নিবন্ধন লিংক: [https://forms.gle/Mo4RuYNUeRjMTxQp9](https://forms.gle/Mo4RuYNUeRjMTxQp9)
প্রতিযোগিতার ধাপসমূহ: ১. অনলাইন বাছাইপর্ব (MCQ) ২. জাতীয় পর্ব (MCQ ও তত্ত্বীয়) ৩. ক্যাম্প (MCQ, তত্ত্বীয়, এবং ব্যবসায়িক সমস্যা সমাধান)
ক্যাম্প থেকে শীর্ষ ৫ জন অংশ নেবে আন্তর্জাতিক পর্বে। বাকি প্রতিযোগীরাও অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে অংশ নেওয়ার সুযোগ পাবে।
তৈরি হতে ভিজিট করুন: [https://ieo-official.org/prepare](https://ieo-official.org/prepare) [https://drive.google.com/…/1GSahFRgz1FkT4ikzu96szNMgNQa](https://drive.google.com/…/1GSahFRgz1FkT4ikzu96szNMgNQa)…

আর কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করুন: info.bdeo@gmail.com অথবা বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের অফিসিয়াল ফেসবুক পেজে।
রাবিতে টুকিটাকি চত্বরে বসানো হয়েছে নিবন্ধন সহায়তা বুথ। এখনই চলে আসুন, জেনে নিন বিস্তারিত, আর অংশ নিন বাংলাদেশের অর্থনীতিতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ার এই অসাধারণ যাত্রায়।

সর্বশেষ খবর পেতে অনুসরণ করুন-“প্রজন্ম কথা